‘শেখ হাসিনাকে সরিয়ে ড. ইউনূসকে ক্ষমতায় বসাতে চায় আমেরিকা’
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘শেখ হাসিনাকে সরিয়ে নিজেদের পোষা ড. মুহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসাতে চায় আমেরিকা।’
শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমেরিকা ষড়যন্ত্র করে যাচ্ছে উল্লেখ করে কাদের মির্জা বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপে ঘাঁটি করতে চায় আমেরিকা। কেন ঘাঁটি করতে চায়? এই ঘাঁটি করে তারা এখান থেকে চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ করবে। বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাবে। শেখ হাসিনাকে এই প্রস্তাব দিয়েছিল আমেরিকা, কিন্তু নেত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। নেত্রী বলেছিলেন, “শির যাবে, তারপরও সীমানা দেবো না।” তাই আজ শেখ হাসিনাকে সরাতে চায় আমেরিকা।’
বুধবার (০৭ জুন) সকালে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে গ্রেফতার করে ফাঁসির দাবি ও শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করেছে উপজেলা ছাত্রলীগ।
এর আগে বসুরহাট সরকারি মুজিব কলেজ প্রাঙ্গণ থেকে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। সেখানে ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়।
দিনবদলবিডি/এমআর