প্রতিটি জেলা শহরে শিশু হাসপাতাল করা হবে

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৩৫, শুক্রবার, ৯ জুন, ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

ভবিষ্যতে দেশের প্রতিটি জেলা শহরে শিশু হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমানে দেশের প্রতিটি বিভাগীয় শহরে একটি করে শিশু হাসপাতাল স্থাপনের জন্য নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।

গতকাল বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানান। এসংক্রান্ত লিখিত প্রশ্ন উত্থাপন করেন সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরন।

একই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ওষুধের গুণগত মান নিয়ন্ত্রণে সরকার সতর্ক রয়েছে। নকল, ভেজাল ও নিম্নমানের ওষুধের বিরুদ্ধে সারা দেশে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

দিনবদলবিডি/Rakib

সর্বশেষ

পাঠকপ্রিয়