আরেক দফা বাড়ল এইচএসসির ফরম পূরণের সময়

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৫০, বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৩০ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আরো এক দফা বাড়ানো হয়েছে…

চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আরো এক দফা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ফরম পূরণ চলবে ২৬ জুলাই পর্যন্ত। আর ২৭ জুলাই পর্যন্ত ফি পরিশোধ করা যাবে। আগের সময়সূচিতে ৬ জুলাই ছিল ফরম পূরণের শেষ দিন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ২০২২ সালের এইচএসসি শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি প্রদানের পুনর্নির্ধারিত সময় ২৭ জুলাই পর্যন্ত।

গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। প্রথমে ২২ জুন পর্যন্ত এসব পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। পরে তা ৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়।

সারাদেশে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করে সরকার।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়