আফগানিস্তান-পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৫০
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
আফগানিস্তান ও পাকিস্তানে ৬ দশমিক ১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ২৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ভয়াবহ ভূমিকম্পে একইসঙ্গে আহত হয়েছেন কমপক্ষে ১৫০ জন। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
বাংলাদেশ সময় বুধবার দিনগত রাত ২টা ৫৪ মিনিটে আঘাত হানে ভূমিকম্পটি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে। যার গভীরতা ছিলো ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার।
এদিকে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএসএসসি) জানিয়েছে, ভূমকম্পটির তীব্রতা উৎপত্তিস্থল থেকে ৫০০ কিলোমিটার দূরেও অনুভূত হয়, যার প্রভাব পড়ে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের অন্তত ১২ কোটি মানুষের ওপর।
পাকিস্তানের রাজধানীর ইসলামাবাদ, লাহোর, মুলতান, কোয়েটাসহ অন্যান্য অঞ্চলেও এর তীব্রতা অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন।
চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয়বার ভূমিকম্প আঘাত হানলো পাকিস্তানে। গত শুক্রবার দেশটির রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে দুবার ভূমিকম্প আঘাত হানে।
সূত্র: বিবিসি
দিনবদলবিডি/আরএজে