উত্তরোত্তর বৃদ্ধির পথে বৈদেশিক মুদ্রার রিজার্ভ
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
আমদানি নিয়ন্ত্রণ, প্রণোদানার মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে নানামুখী কার্যক্রম, রপ্তানি আয়ের প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামনের দিকে হাঁটতে শুরু করেছে।
ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দুদিনের ব্যবধানে রিজার্ভ আবারও বেড়েছে। ২৫ জুন রিজার্ভ বেড়ে ৩০.৮৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
এর আগে গত ২২ জুন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলার। এর আগের দিন ২৯ বিলিয়নের ঘর অতিক্রম করে রিজার্ভ দাঁড়ায় ৩০ দশমিক ২ বিলিয়ন ডলারে। তারও আগের দিন রিজার্ভ ছিল ২৯. ৯৬ বিলিয়ন ডলার।
এদিকে চলতি অর্থবছরের গত ১১ মাসে (জুলাই-মে) প্রবাসী বাংলাদেশীরা ১ হাজার ৯৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। এটা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১.১ শতাংশ বেশি।
এছাড়া সঞ্চয়পত্রের লভ্যাংশের ওপর ও প্রাইজবন্ডের পুরস্কারের ওপর আগে থেকেই উৎসে আয়কর ধার্য রয়েছে। তবে সঞ্চয়পত্র বিক্রি ও প্রাইজবন্ড বিক্রি কমেনি। ২২ জুন জাতীয় সংসদে এ তথ্য জানান অর্থমন্ত্রী আফম মোস্তফা কামাল।
আমদানি নিয়ন্ত্রণ, প্রণোদানার মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে নানামুখী কার্যক্রম, রপ্তানি আয়ের প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামনের দিকে হাঁটতে শুরু করেছে। সরকারের এসব নানামুখী পদক্ষেপের কারণেই রিজার্ভ উত্তরোত্তর বৃদ্ধির পথে রয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা।
দিনবদলবিডি/Rabiul