জুনে মূল্যস্ফীতি দশমিক ২০ শতাংশ কমেছে

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪৮, সোমবার, ৩ জুলাই, ২০২৩, ১৯ আষাঢ় ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

সরকারি হিসাবে দেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বিবিএসের পরিসংখ্যান অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরের শেষ মাস জুনে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে (মাসভিত্তিক) দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। যা আগের মাস মার্চে ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জুন মাসের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে মূল্যস্ফীতির এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

 

মূল্যস্ফীতির অর্থ হলো ২০২২ সালের জুন মাসে দেশের মানুষ যে পণ্য বা সেবা ১০০ টাকায় পেয়েছিল, চলতি বছরের জুন মাসে তা কিনতে ১০৯ টাকা ৭৪ পয়সা খরচ করতে হয়েছে।

মে মাসে মূল্যস্ফীতি ছিলো ৯ দশমিক ৯৪ শতাংশ। অর্থাৎ সে সময় ওই পণ্য বা সেবা কিনতে খরচ হয় ১০৯ টাকা ৯৪ পয়সা।

মে মাসের মূল্যস্ফীতি ছিল দেশের গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। এর চেয়ে বেশি ছিল ২০১১ সালের মে মাসে। সে সময় দেশে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ২ শতাংশ।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়