টানা ৫৮ ঘণ্টা চুম্বন করে দম্পতির বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:৫৮, রবিবার, ৯ জুলাই, ২০২৩, ২৫ আষাঢ় ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

কত রকমের বিচিত্র আচরণই মানুষ করে। নানা অদ্ভুত কর্মকাণ্ডের মাধ্যমে চমকে দিতে চান অনেকে। তবে টানা দু’দিনেরও বেশি সময় ধরে চুম্বন করার বিষয়টি অবিশ্বাস্য বটে। তবে এমনই এক ঘটনা ঘটিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখান এক থাই দম্পতি। টানা ৫৮ ঘণ্টা ৩৫ মিনিট ৫৮ সেকেন্ড চুম্বন করে এককাচাই তিরানারত ও গৃহবধূ লাকসানা সবাইকে তাক লাগিয়ে দেন।

|‘রিপলি’স বিলিভ ইট অর নট’ প্রতিযোগিতায় এই দম্পতি অংশগ্রহণ করে জয়ী হন। থাইল্যান্ডের পাতায়ায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিবছর ১২ ফেব্রুয়ারি, যা শেষ হয় বিশ্ব ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারিতে। এবারের আয়োজনে অংশ নেয় ৯ দম্পতি। তাদের মধ্যে সত্তরোর্ধ বয়সী দম্পতি ছিলেন। তারা ১ ঘণ্টা ৩৮ মিনিট স্থায়ী করতে পেরেছিলেন।

৫০ ঘণ্টা ২৫ মিনিটে আগের রেকর্ডটি ভেঙে যাওয়ার সময় চার দম্পতি টিকে ছিলেন প্রতিযোগিতায়। এর আগের রেকর্ডটিও ছিল এককাচাই-লাকসানা দম্পতির। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম চুমুর তালিকায় ২০১১ সালে তাদের নাম ওঠে। এরপরের রেকর্ডটি করেন ২০১৩ সালে। বিগত ১০ বছরেও তাদের নাম তালিকা থেকে কাটতে পারেনি অন্য কেউই। নিজেদের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন এই দম্পতি।

সেসময় টানা ৪৬ ঘণ্টা ২৪ মিনিট ধরে তারা চুম্বনরত ছিলেন। বিজয়ী হিসেবে এই জুটি এক লাখ বাথ নগদ ও ২টি হীরার আংটি পুরষ্কার পান। তবে সর্বপ্রথম ১৯৯৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের মার্ক এবং রবার্টা গ্রিসওল্ড দম্পতি দীর্ঘ চুম্বনের রেকর্ড করেছিলেন। টানা ২৯ ঘণ্টা ধরে তারা চুম্বনরত ছিলেন।

প্রতিযোগিতা চলাকালীন দম্পতিদের শৌচাগার ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। তবে সেসময়ও তাদের চুম্বনরত থাকতে হবে। এমনকি সেসময় তাদের সঙ্গে একজন বিচারকও থাকবেন। প্রতিযোগীদের পুরোটা সময় জেগে থাকতে হবে।

তবে বিশ্রামের অনুমতি আছে এই প্রতিযোগিতায়। কিন্তু রেকর্ড করার জন্য প্রতিযোগীরা বিশ্রাম নেন না। যে কারণে প্রতিযোগিতার পর তারা ক্লান্ত হয়ে পড়েন। সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়