ইউরোপে তীব্র তাপদাহ, যুক্তরাজ্যে রেড অ্যালার্ট
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
যুক্তরাজ্যের লন্ডন, ম্যানেচেষ্টার এবং ইয়র্ক শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রেড অ্যালার্ট জারির মাধ্যমে মূলত…
ইউরোপ পুড়ছে তীব্র তাপদাহে। ফ্রান্স, স্পেন ও পর্তুগালে শুরু হয়েছে দাবানল। কবলিত এলাকা থেকে শুক্রবার (১৫ জুলাই) হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
ইউরোপের স্বাস্থ্য কর্মকর্তারা সামনের দিনগুলোতে আরো তাপদাহের আশঙ্কা প্রকাশ করে স্বাস্থ্য সতর্কতা জারি করেছেন দেশগুলো।
এদিকে,তাপদাহে পুড়ছে যুক্তরাজ্য। দেশটিতে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইংল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে আগামী সপ্তাহের মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। যা মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দিতে পারে। খবর বিবিসি।
যুক্তরাজ্যের লন্ডন, ম্যানেচেষ্টার এবং ইয়র্ক শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রেড অ্যালার্ট জারির মাধ্যমে মূলত অতিরিক্ত গরমের কারণে মানবজীবন চরম ঝুঁকির মধ্যে রয়েছে বুঝায়। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা বিভাগ এ রেল অ্যালার্ট জারি করে।
ডাউনিং স্ট্রিট জানিয়েছে, গরম আবহাওয়াকে জাতীয় জরুরি অবস্থা হিসাবে বিবেচনা করা হচ্ছে। এই প্রথম যুক্তরাজ্যের কিছু অঞ্চলে রেল অ্যালার্ট জারি করা হয়েছে।
অতিরিক্ত গরমের কারণে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এমনকি মৃত্যুও হতে পারে। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত রেড অ্যালার্ট জারি থাকতে পারে। এ সময়ে প্রচণ্ড গরমের মধ্যে কারো কারো জীবন মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। পরিবর্তন আনতে হতে পারে প্রতিদিনের কাজের তালিকায়।
প্রচণ্ড গরম থেকে বাঁচতে জনসাধারণকে লোকালয়ে থাকতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া লেক এবং নদী পাড়ে ছায়াযুক্ত স্থানে থাকতে বলা হয়েছে। অবস্থা আরও খারাপের দিকে গেলে বাতিল হতে পারে রেল এবং বিমান চলাচল।
দিনবদলবিডি/আরএজে