প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে আর নেই আশরাফ সিদ্দিকী বিটু

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:০৯, শনিবার, ১৬ জুলাই, ২০২২, ১ শ্রাবণ ১৪২৯
মু. আশরাফ সিদ্দিকী (বিটু)

মু. আশরাফ সিদ্দিকী (বিটু)

২০১৭ সালে সর্বপ্রথম প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংয়ে সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছিলেন আশরাফ বিটু। সবশেষ…

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে আর থাকছেন না মু আশরাফ সিদ্দিকী (বিটু)।

বৃহস্পতিবার (১৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে নিয়োজিত মু. আশরাফ সিদ্দিকীর (বিটু) আবেদনের পরিপ্রেক্ষিতে তার চুক্তিভিত্তিক নিয়োগ আগামী ২১ জুলাই ২০২২ তারিখ থেকে বাতিল করা হলো।

তবে কী কারণে তিনি প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এই চাকরি ছাড়লেন, তা জানা যায়নি।

জানা গেছে, ২১ জুলাই থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আদেশ কার্যকর হবে।

২০১৭ সালে সর্বপ্রথম প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংয়ে সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছিলেন আশরাফ বিটু। সবশেষ ২০২১ সালে তার চুক্তির মেয়াদ তিন বছর বাড়ানো হয়েছিল।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়