ফিলিস্তিনিদের চিকিৎসায় যুক্তরাষ্ট্রের অনুদান ঘোষণা

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:৩৫, শনিবার, ১৬ জুলাই, ২০২২, ১ শ্রাবণ ১৪২৯
বাইডেন

বাইডেন

মধ্যপ্রাচ্যে সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য ১০ কোটি ডলার অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন।

ইসরাইল অধিকৃত পূর্ব জেরুজালেমে অগাস্টা ভিক্টরিরিয়া হাসপাতাল পরিদর্শনকালে শুক্রবার (১৫ জুলাই) এ ঘোষণা দেন বাইডেন।

বাইডেন বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পূর্ব জেরুজালেমের হাসপাতালটিতে আরো ১০০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এর ফলে ফিলিস্তিনি লোকজন আরও বেশি চিকিৎসা সেবা পাবেন।

বাইডেন আরো বলেন, আমি চাই ইসরাইলিদের মতো ফিলিস্তিনি জনগণও একই ধরনের স্বাস্থ্যসেবা পাক। এ ক্ষেত্রে যাতে কোন ধরণের বৈষম্য না হয়।

ওই দিন পূর্ব জেরুজালেম সফরের সময় কোনো ইসরাইলি বা ফিলিস্তিনি নিরাপত্তারক্ষী সঙ্গে রাখেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পূর্ব জেরুজালেমের পর বাইডেন ফিলিস্তিনের প্রাচীন শহর বেথেলহেম পরিদর্শন করেন।

সূত্র : আনাদালু এজেন্সি

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়