সম্ভাব্য ঝুঁকি নিয়েও কেন ব্যবসায়ীরা আবার শেখ হাসিনাকেই চাইলেন

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৯:০৮, সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ২ শ্রাবণ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

আমেরিকার স্যাংশনের তালিকায় পড়ার আশঙ্কা সত্যেও নিজ স্বার্থেই শেখ হাসিনাকে বেছে নিলেন ব্যবসায়ীরা। কারণ অতীত অভিজ্ঞতার আলোকে তাকেই প্রয়োজন বলে জানান এফবিসিসিআই’র সভাপতি মো: জসিম উদ্দিন।  


 

 

বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই থেকে শুরু করে প্রায় সব ব্যবসায়ী সংগঠনের নেতারাই 'আগামী নির্বাচনে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় দেখতে চান' বলে একযোগে ঘোষণা দিয়েছেন। এরপর থেকেই বিরোধী দলগুলো বলছে, এসব ব্যবসায়ীরা দলীয় এবং তারা নিজেরা সুযোগ সুবিধা পাওয়ার জন্যই এ ধরণের বক্তব্য দিয়েছেন।

তবে উল্টো কথা বলছেন বিএনপিপন্থি বুদ্ধিজীবী ও সোশ্যাল একটিভিস্টরা। ক্ষোভের সুরে তারা বলেন, আমেরিকার স্যাংশনের তালিকায় পড়ার আশঙ্কা সত্যেও কেন এই ব্যবসায়ীরা বিষয়টি এড়িয়ে গেলেন? এর কারণ হচ্ছে বিএনপি এখন পর্যন্ত এমন কোনো কিছুই করতে পারেনি বা করার সম্ভাবনা দেখা যাচ্ছে না যে সম্ভাবনার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর বিপক্ষে অবস্থান নিতে পারে। ক্ষমতার পরিবর্তন হবে বলে তারা আপাতত মনে করছেননা বলেই সর্বস্তরের ব্যবসায়ীরা প্রকাশ্যে এমন সমর্থন ব্যক্ত করেছেন।

প্রশ্ন রেখে বিএনপিপন্থি বুদ্ধিজীবী ও সোশ্যাল একটিভিস্টরা বলেন, এই ঘটনার তাৎপর্য কি বিএনপি ধরতে পারছে? না কি এখনও "শান্তির পদযাত্রা" দিয়েই সরকারের পতন ঘটাতে পারবে বলে ভাবছে?

এদিকে, এফবিসিসিআই’র সভাপতি মো : জসিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ সময়ের অভিজ্ঞতার আলোকে দেশ পরিচালনায় যে কৃতিত্ব দেখিয়েছেন, তাতে করে আগামী দিনেও তাঁকেই প্রয়োজন হবে। ‘দারিদ্র্য দূরীকরণ ও প্রবৃদ্ধি অর্জনে এক রোল মডেল বাংলাদেশ। উন্নয়নের অগ্রযাত্রা পেরিয়ে আমরা এখন স্মার্ট বাংলাদেশের অভিমুখে। কৃষিতে স্মার্ট প্রযুক্তি কাজ করছে জাদুর মতো। প্রযুক্তি প্রয়োগের সঙ্গে বড় ব্যবসায়ীরা এই খাতে বিনিয়োগ করতে শুরু করেছেন।

একইসাথে একশটি অর্থনৈতিক অঞ্চলের হাত ধরে কর্মসংস্থানেরও নতুন দ্বার উন্মোচিত হয়েছে। চাল, ডাল, চাসহ ২২টি কৃষিপণ্য উৎপাদনে বাংলাদেশ শীর্ষ ১০টি দেশের মধ্যে স্থান করে নিয়েছে। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব নীতির কারণেই।

অর্থনীতিবিদরা বলেন, ব্যবসায়ীরা দেশে শান্তি, স্থিতিশীলতা চাইবে সেটিই স্বাভাবিক। আর এ জন্যই তাদের বক্তব্যে সেটি উঠে এসেছে। অন্যদিকে বিরোধী দলের মনোভাবের প্রতি তাদের পূর্বেও আস্থা ছিল না, আর এখনও তৈরি হয়নি। কাজেই নিজ স্বার্থেই আগামী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রতিই অকুণ্ঠ সমর্থন রয়েছে তাদের, যা অন্য কারো প্রতি নেই।

দিনবদলবিডি/Rakib

সর্বশেষ

পাঠকপ্রিয়