মহানবী (সা.) এর রওজা মোবারক দেখভালকারী আগা হাবীব মারা গেছেন

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:২৩, শনিবার, ১৬ জুলাই, ২০২২, ১ শ্রাবণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

 তিনি গত ৪০ বছরের বেশি সময় ধরে রওজা মোবারকের দেখভালকারী…

মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক দেখভাল করা প্রবীণতম অভিভাবক আগা হাবীব মোহাম্মদ আল আফারি মারা গেছেন  (ইন্না লিল্লাহি ... রাজিউন)।

গালফ টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৩ জুলাই) বিকেলে তিনি মারা যান।

সৌদি কর্তৃপক্ষ জানায়, আগা হাবীব বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি গত ৪০ বছরের বেশি সময় ধরে রওজা মোবারকের দেখভালকারী অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

টুইটারে করা এক পোস্টে পবিত্র মসজিদে নববীর পক্ষ থেকে বলা হয়েছে, মদিনার মসজিদে নববীর দেখভালকারী প্রবীণতম অভিভাবকদের একজন আগা হাবীব। যিনি আল্লাহর নির্দেশে মহানবী (সা.) এর রওজা মোবারকের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তিনি আজকে মারা গেছেন।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়