নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ হচ্ছে ভারতে

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:৪৮, শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ৬ শ্রাবণ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ভারতে পাসওয়ার্ড শেয়ার বন্ধ করার ঘোষণা দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, এখন নেটফ্লিক্স অ্যাকাউন্ট শেয়ার করার সুবিধা শুধু একই পরিবারের সদস্যরা পাবেন।

করোনা মহামারির পর থেকে নেটফ্লিক্সের আয় কমে গেছে এবং তাই বিশ্বব্যাপী পাসওয়ার্ড শেয়ারিং নিয়ে কঠোর নিয়ম তৈরি করছে প্রতিষ্ঠানটি। সংস্থাটি তার আয় বাড়ানোর চেষ্টা করছে।

বৃহস্পতিবার নেটফ্লিক্সের এক বিবৃতিতে জানানো হয়, একটি অ্যাকাউন্ট শুধু একটি পরিবারের সদস্যরাই ব্যবহার করতে পারবেন। তবে সেটি তারা যেকোনো জায়গা থেকে ব্যবহার করতে পারবেন।  

মে মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সেও পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করেছিল নেটফ্লিক্স।  

এর পরে সংস্থাটি তার অনেক ব্যবহারকারীর জন্য অতিরিক্ত মাসিক ফি প্রদানের শর্তে পরিবারের বাইরের কোনো সদস্যকে অন্তর্ভুক্ত করার সুবিধাও দিতে শুরু করে। তবে এই ফিচারটি এখনও ভারতে পাওয়া যাচ্ছে না।  

মহামারির পর থেকে নেটফ্লিক্স তার আয় বাড়ানোর জন্য লড়াই করছে। স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ছে এবং মানুষও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সাথে লড়াই করছে।

বিশ্লেষকরা মনে করছেন, নেটফ্লিক্স তার কয়েকটি বড় বাজারে এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তার আয় আর বাড়ার সম্ভাবনা কম।  

গত বছরের প্রথমার্ধে নেটফ্লিক্সের অ্যাকাউন্ট কমেছে প্রায় ১০ লাখ। যদিও সংস্থাটি পরে এই অ্যাকাউন্টগুলো থেকে লোকসান পুষিয়ে নিয়েছে।

দিনবদলবিডি/Rakib

সর্বশেষ

পাঠকপ্রিয়