লাইনচ্যুত বগি উদ্ধার, জয়পুরহাটে ট্রেন চলাচল স্বাভাবিক

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:০৪, শনিবার, ১৬ জুলাই, ২০২২, ১ শ্রাবণ ১৪২৯
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরে একতা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় ৬ ঘণ্টা পর শনিবার বেলা ১১টার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরে একতা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় ৬ ঘণ্টা পর শনিবার বেলা ১১টার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জয়পুরহাটের তিলকপুর রেলস্টেশনে ঢোকার আগ মুহূর্তে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটির ৯ নম্বর বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে জয়পুরহাটের সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ সময় আক্কেলপুর রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, জয়পুরহাটে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ও সান্তাহারে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ও চিলাহাটীগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পরে দুর্ভোগে পড়েন ট্রেনযাত্রীরা। খবর পেয়ে ইশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে সাড়ে ৫ ঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধার করলে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়