ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রী-সন্তানের

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৫১, শনিবার, ১৬ জুলাই, ২০২২, ১ শ্রাবণ ১৪২৯
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাক চাপায় স্বামী, স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাক চাপায় স্বামী, স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে ত্রিশাল পৌর শহরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানান ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক।

নিহতরা হলেন- উপজেলার রাইমনি গ্রামের ফকিরবাড়ির চল্লিশোর্ধ্ব জাহাঙ্গীর আলম, তার স্ত্রী ত্রিশোর্ধ্ব রত্না আক্তার ও তাদের ছয় বছরের মেয়ে সানজিদা আক্তার।

স্থানীয়দের বরাতে পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখানোর জন্য জাহাঙ্গীর ত্রিশাল সদরে এসেছিলেন। সঙ্গে তাদের মেয়ে সানজিদাও ছিল।

খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়