ট্রাকচাপায় মায়ের মৃত্যু, বেঁচে গেল গর্ভের সন্তান
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
সাড়ে নয় মাসের গর্ভবতী স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে হাসপাতালের দিকে যাচ্ছিলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামের জাহাঙ্গীর আলম। সঙ্গে ছিল তাদের ছয় বছর বয়সী মেয়ে সানজিদা আক্তার। কিন্তু হাসপাতালে পৌঁছা হলো না! পথেই ট্রাকচাপায় প্রাণ গেল তাদের। তবে এ দুর্ঘটনায় আশ্চর্যজনকভাবে বেঁচে গেছে অন্তঃসত্ত্বা নারীর পেটে থাকা শিশুটি।
সাড়ে নয় মাসের গর্ভবতী স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে হাসপাতালের দিকে যাচ্ছিলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামের জাহাঙ্গীর আলম। সঙ্গে ছিল তাদের ছয় বছর বয়সী মেয়ে সানজিদা আক্তার। কিন্তু হাসপাতালে পৌঁছা হলো না! পথেই ট্রাকচাপায় প্রাণ গেল তাদের। তবে এ দুর্ঘটনায় আশ্চর্যজনকভাবে বেঁচে গেছে অন্তঃসত্ত্বা নারীর পেটে থাকা শিশুটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক জাহাঙ্গীর দম্পতি ও তাদের মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। এ সময় জাহাঙ্গীরের স্ত্রী রত্না আক্তারের পেট ফেঁটে বের হয়ে যায় সাড়ে নয় মাসের শিশুটি। ভূমিষ্ঠ হয়ে শিশুটি নড়াচড়া শুরু করে। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে ময়মনসিংহ মেডিকেলে পাঠান।
নিহত জাহাঙ্গীরের চাচাত ভাই সাগর মিয়া ও ভগ্নিপতি আব্দুল মোতালেব জানান, জাহাঙ্গীর ও রত্না দম্পতির তিন সন্তান। তাদের বড় মেয়ে জান্নাতের বয়স ১১ বছর, তারপর ছেলে এবাদত, বয়স ৮ বছর এবং এরপর মেয়ে সানজিদা।
এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন।
দিনবদলবিডি/এইচএআর