দ্বাদশ জাতীয় নির্বাচন: থাকছে দেড় শতাধিক নতুন মুখ!

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৯:১৭, বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ১৯ শ্রাবণ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

প্রার্থী বাছাইয়ে বিভিন্ন প্রতিবেদন সংগ্রহ করছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্রতিবেদনে ঠাঁই পেয়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী সমালোচিত এমপি। অনেকের জনপ্রিয়তায় ধ্বংস নামার চিত্রও উঠে এসেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই ডামাডোল বাজতে শুরু করেছে রাজপথে। ভোট ঘিরে ক্ষমতাসীনদের পাশাপাশি উপস্থিতি জানান দিচ্ছে বিএনপিও। কিন্তু সুষ্ঠু ভোট নিয়ে বদ্ধপরিকর আওয়ামী লীগ। একই সঙ্গে সংবিধান মেনে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটযুদ্ধের ‘প্রস্তুতি’ নেয়ার কথা স্পষ্ট জানিয়েছে দলটির হাইকমান্ড। তবে টানা চতুর্থ মেয়াদে জয়ী হতে ‌‘দেড় শতাধিক’ নতুন মুখ থাকছে ভোটের মাঠে। প্রার্থী যাচাই-বাছাইয়ে এরই মধ্যে দলটির নীতিনির্ধারণী মহল কাজ শুরু করেছে বলে জানিয়েছে একটি সূত্র।

জানা গেছে, সংসদীয় আসনে প্রার্থী বাছাইয়ে বিভিন্ন প্রতিবেদন সংগ্রহ করছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্রতিবেদনে ঠাঁই পেয়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী সমালোচিত এমপি। অনেকের জনপ্রিয়তায় ধ্বংস নামার চিত্রও উঠে এসেছে। আর এমন প্রায় ১৩০ জন সাংসদরা পাবেন না এবারের নির্বাচনের মনোনয়ন। তবে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রায় দেড় শতাধিক নতুন মুখের তালিকা এসেছে দলের সভাপতির কাছে। এই তালিকায় অনেক ত্যাগী নেতার নামও রয়েছে। ফলে বিতর্কিত এমপিদের শূন্যতা পূরণে তারা এগিয়ে থাকবেন বলে মনে করছে নীতিনির্ধারণী ফোরাম।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য বলেন, শুধু জাতীয় নির্বাচনই নয়, স্থানীয় নির্বাচনেও সর্বাধিক জনপ্রিয় ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেয়া হয়। সেই বিবেচনা থেকেই সম্প্রতি শেষ হওয়া ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে মোহাম্মদ এ আরাফাতকে প্রার্থিতা দেয়া হয়েছে। জনগণের কাছে গ্রহণযোগ্যতা ছিল বলেই তিনি নৌকা উপহার দিতে পেরেছেন। দ্বাদশ নির্বাচনেও এমন কিছু নতুন মুখদের প্রাধান্য দেবে আওয়ামী লীগ। 

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। আমরা এরই মধ্যে মাঠপর্যায়ে কাজ করেছি। চূড়ান্ত প্রার্থী তালিকাও কিছু দিনের মধ্যে প্রকাশ করা হবে। আর এই তালিকায় ঠাঁই পাচ্ছে দেড় শতাধিক নতুন মুখ। তবে এই মুহূর্তে তাদের নাম বলা যাচ্ছে না। চমক হিসেবেই প্রার্থিতা নিয়ে তারা ভোটের মাঠে নামবেন। কিন্তু এ নিয়ে অনেকের শেখার জায়গাও রয়েছে। কেননা সাংসদ হলেই হয় না, প্রয়োজন গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা।
 

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়