এনডিএমের সঙ্গে বৈঠকে ইসি
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ সংলাপে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আর এনডিএমের চেয়ারম্যান…
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ (রবিবার, ১৭ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে বৈঠকের মধ্যদিয়ে সংলাপ শুরু হয়।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ সংলাপে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আর এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে দলটির ১০ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত রয়েছেন। এছাড়া অন্য চারজন কমিশনার, ইসি সচিব, যুগ্মসচিবসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
এনডিএম ছাড়া আরো তিনটি দলের সঙ্গে আজ সংলাপ করবে ইসি। দলগুলো হলো বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস ও বাংলাদেশ মুসলিম লীগ।
আগামী ৩১ জুলাই বিকেল ৩টায় আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের মাধ্যমে শেষ হবে সাংবিধানিক প্রতিষ্ঠানটির এ ধাপের সংলাপ পর্ব।
সংলাপে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে দুই ঘণ্টা এবং বাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ঘণ্টা করে বৈঠক করবে ইসি।
দিনবদলবিডি/আরএজে