বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের দীর্ঘমেয়াদি আইসিটি কোর্স

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:৪১, শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ২০ শ্রাবণ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে স্মার্ট সিটিজেন ,স্মার্ট ইকোনোমি, স্মার্ট সোটাইটি এবং স্মার্ট ই-গভর্ণমেন্ট এর সমন্বয়ে উন্নত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও প্রয়োগ করে দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া সম্ভব। আইসিটি অবকাঠামো ও কানেক্টিভিটি প্রতিষ্ঠা, দক্ষ মানব সম্পদ গড়ে তোলা, ই-গভর্নেন্স প্রতিষ্ঠা এবং আইসিটি শিল্পের বিকাশ সাধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিসিসি। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর আওতায় বিকেআইআইসিটি’র অন্যতম কার্যক্রম হল আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে আইসিটি ক্ষেত্রে প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলা।

সেই লক্ষ্যে ১৯ শ্রাবণ ১৪২৯, ইংরেজি- ০৩ আগস্ট ২০২৩ খ্রি: (বৃহস্পতিবার) তারিখে বিসিসি’র সভাকক্ষে এক বছর মেয়াদী দুইটি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন আইসিটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন বিসিসি’র সুযোগ্য নির্বাহী পরিচালক (গ্রেড-১) রণজিৎ কুমার।

তিনি বলেন, বিকেআইআইসিটি’র থেকে যে প্রশিক্ষণ কোর্সগুলো পরিচালনা করা হয় সেগুলো অত্যন্ত গুণগত মান সম্পন্ন, অত্যাধুনিক এবং ব্যবহারিক দিক থেকে বাস্তব সম্মত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেআইআইসিটির পরিচালক ড. অশোক কুমার রায়। উক্ত কোর্সগুলোর গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন উচ্চতর প্রফেশনাল ডিগ্রী প্রদানের লক্ষ্যে বিকেআইআইসিটি কাজ করে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিসি’র আঞ্চলিক পরিচালক মধূসূদন চন্দ। অনুষ্ঠানে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন আইসিটি প্রশিক্ষণ কোর্সের ৪৪তম ও ৪৫তম ব্যাচের মোট ৫৬ জন প্রশিক্ষণার্থীসহ বিসিসি’র অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়