হজ শেষে দেশে ফিরেছেন মুশফিক

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৯:১৫, সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৩ শ্রাবণ ১৪২৯
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হজ পালনের জন্য উইন্ডিজ সফর থেকে বিদায় নিয়েছিলেন মুশফিক। লঙ্কানদের বিপক্ষে টেস্টের পরই বিষয়টি জানিয়ে দিয়েছিলেন তিনি। বিসিবি বরাবর…

বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম হজ পালন শেষে রবিবার (১৭ জুলাই) দেশে ফিরেছেন।

হজ পালনের জন্য উইন্ডিজ সফর থেকে বিদায় নিয়েছিলেন মুশফিক। লঙ্কানদের বিপক্ষে টেস্টের পরই বিষয়টি জানিয়ে দিয়েছিলেন তিনি। বিসিবি বরাবর ছুটি চেয়ে চিঠি দিয়েছিলেন মুশফিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সাবেক উইকেটরক্ষকের ছুটি মঞ্জুর করেছে।

এর আগে গত ১ জুলাই মুশফিক সৌদি আরবের উদ্দেশে রওনা করেন। সেখানে গিয়ে ইহরাম বাঁধা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করেন মুশফিক। কাবা শরিফের সামনে সেই ছবি তুলেছিলেন মুশফিক।  

সেই ছবির ক্যাপশনে দোয়ার ইমোজি ব্যবহার করেছেন। এর আগে বাংলাদেশের সাবেক এ অধিনায়ক ওমরাহ পালন করলেও হজ পালন করছেন এবারই প্রথম।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়