ভারতের প্রথম সূর্যাভিযানে খরচ যত

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:৩৫, শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ১৮ ভাদ্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

ভারতের সূর্য পর্যবেক্ষণ ‘আদিত্য-এল ১’ মিশনের খরচ কত হবে তা এখন পর্যন্ত প্রকাশ করেনি দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে সূর্যাভিযানের জন্য খরচ হচ্ছে প্রায় প্রায় ৩৭৮ দশমিক ৫৩ কোটি রুপি। প্রায় সাড়ে ১০ লাখ কিলোমিটার ভ্রমণ করে গন্তব্যে পৌঁছাবে এটি। এতে সময় লাগবে প্রায় ১২৫ দিন। তবে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর আগে মহাকাশযানটি পরবর্তী ১৬ দিন পৃথিবীর চারপাশে ঘুরবে।

দেশটির স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে দেশটির সূর্য পর্যবেক্ষণ মিশন ‘আদিত্য-এল ১’ শ্রীহরিকোটা থেকে উৎক্ষিপ্ত হয়।

চন্দ্রবিজয়ের পর ভারত তার প্রথম সূর্যাভিযান শুরু করেছে। আজ শনিবার দেশটির স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে দেশটির সূর্য পর্যবেক্ষণ মিশন ‘আদিত্য-এল ১’ শ্রীহরিকোটা থেকে উৎক্ষিপ্ত হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে আদিত্য-এল-১ উপগ্রহটিকে মহাকাশে পাঠানো হলো। প্রায় সাড়ে ১০ লাখ কিলোমিটার ভ্রমণ করে গন্তব্যে পৌঁছাবে এটি। এতে সময় লাগবে প্রায় ১২৫ দিন।

তবে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর আগে মহাকাশযানটি পরবর্তী ১৬ দিন পৃথিবীর চারপাশে ঘুরবে।

এ মিশনের খরচ কত হবে তা এখন পর্যন্ত প্রকাশ করেনি দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে সূর্যাভিযানের জন্য খরচ হচ্ছে প্রায় প্রায় ৩৭৮ দশমিক ৫৩ কোটি রুপি।

ইসরো বলেছে, যে অরবিটারে সাতটি বৈজ্ঞানিক যন্ত্র রয়েছে যা সৌর করোনা (সবচেয়ে বাইরের স্তর) ফটোস্ফিয়ার (সূর্যের পৃষ্ঠ বা যে অংশ আমরা পৃথিবী থেকে দেখি) এবং ক্রোমোস্ফিয়ার (প্লাজমার একটি পাতলা স্তর যা ফটোস্ফিয়ার এবং করোনার মধ্যে থাকে), তিনটি অংশেই নিবিড় পর্যবেক্ষণ চালাবে।

আদিত্যর পাঠানো তথ্য থেকে সৌর বায়ুচলাচল, সৌর শিখা আর পৃথিবী কাছাকাছি-মহাকাশের আবহাওয়াতে সেগুলির প্রভাব সংক্রান্ত গবেষণা চালাতে পারবেন।

ইসরোর সাবেক বিজ্ঞানী মাইলাস্বামী আন্নাদুরাই জানিয়েছেন, বিকিরণ, তাপ এবং কণা ও চৌম্বকীয় ক্ষেত্রের প্রবাহের মাধ্যমে সূর্য ক্রমাগত পৃথিবীর আবহাওয়াকে প্রভাবিত করে। আবার একই সঙ্গে সেটি মহাকাশের আবহাওয়ার ওপরেও প্রভাব ফেলে।

ভারতের মহাকাশে ৫০টিরও বেশি স্যাটেলাইট রয়েছে। সেগুলির মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা, আবহাওয়া সম্পর্কিত তথ্য, কীটপতঙ্গের উপদ্রব, খরা এবং আসন্ন দুর্যোগের পূর্বাভাস দেওয়ার মতো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিষেবা পাওয়া যায়। আদিত্য এল-১ মিশন সফল হলে, ভারতও সেই সব কতিপয় দেশের তালিকায় নাম তুলবে, যারা ইতিমধ্যেই সূর্যকে পর্যবেক্ষণ করছে।

এর আগে ভারতের চন্দ্রবিজয়ে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় মোট ৬১৫ কোটি রুপির মতো খরচ হয়েছে ভারতের।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়