এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম টোল দিলেন প্রধানমন্ত্রী
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
প্রথম যাত্রী হিসেবে তিনি ৮০ টাকা টোল দিয়ে কাওলা প্রান্ত থেকে ফার্মগেটে এসেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেতু সচিব মনজুর হোসেন, প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার প্রমুখ।ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা থেকে তেঁজগাওয়ের ফার্মগেট অংশের উদ্বোধন করেছেন তিনি।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা থেকে তেঁজগাওয়ের ফার্মগেট অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম যাত্রী হিসেবে তিনি ৮০ টাকা টোল দিয়ে কাওলা প্রান্ত থেকে ফার্মগেটে এসেছেন।
আজ শনিবার বিকেল ৩টা ৪২ মিনিটে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফলক উন্মোচন মঞ্চে গিয়ে বোতাম চেপে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি টোল দিয়ে ফার্মগেটের উদ্দেশে রওনা দেন। ফার্মগেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে তিনি পুরোনা বাণিজ্যমেলা মাঠে আয়োজিত সুধী সমাবেশে যান।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেতু সচিব মনজুর হোসেন, প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার প্রমুখ।
রাজধানীর যানজট নিরসনে অনেক বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার, যার একটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ইতোমধ্যে মেট্রোরেলের মতো প্রকল্পের সুবিধা পেতে শুরু করেছে নগরবাসী। এর ধারাবাহিকতায় আরেকটি মেগাপ্রকল্পের উদ্বোধন করা হচ্ছে।
আপাতত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের দিক থেকে ওঠা গাড়ি নামবে ফার্মগেটের ইন্দিরা রোড দিয়ে। আর ফার্মগেট প্রান্ত থেকে গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠবে বিজয় সরণি ফ্লাইওভার দিয়ে।
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি চলবে ৬০ কিলোমিটার গতিতে। বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত যেতে সময় লাগবে ১২ মিনিট। এই সড়কের কানেকটিভিটি মোট সাড়ে ২২ কিলোমিটার। এর মধ্যে সাড়ে ১১ কিলোমিটার মেইন ক্যারেজ, অর্থাৎ উড়াল সড়ক। সময় সাশ্রয় ও বাধাবিহীন যাতায়াতে সড়কটি বড় ভূমিকা রাখবে।
দিনবদলবিডি/Rabiul