‘যে দেশে প্রতিনিয়ত স্কুলে গুলি হয়, তারা কি মানবাধিকার শেখাবে’

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৫, বুধবার, ২২ জুন, ২০২২, ৮ আষাঢ় ১৪২৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কোনো চাপের মুখে কখনো নতি স্বীকার করেনি, করবেও না। আর মানবাধিকার আমাদের শিখাতে আসবে কারা?

যারা খুনিদের আশ্রয় দেয়, যে দেশে প্রতিনিয়ত স্কুলে গুলি হয়, ছাত্রছাত্রী মারা যায়, রাস্তাঘাটে পুলিশ গলায় পাড়ায়ে মেরে ফেলে, তারা আমাদের কি মানবাধিকার শেখাবে?

তিনি বলেন, হ্যাঁ এগুলো নিয়ে (মানবাধিকার) তারা কথা ওঠাবে, আর আমাদের কিছু লোক নাচবে এটাই। কিন্তু আমাদের যে আত্মবিশ্বাস আছে, আমরা সেই আত্মবিশ্বাস নিয়েই চলব। জনগণের শক্তি নিয়ে চলব।

বুধবার দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে মানবাধিকার নিয়ে সাংবাদিক মাসুদা ভাট্টির এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

এ সময় শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের গত ১৩ বছরে চোখে পড়ার মতো উন্নয়ন হয়েছে। এর আগেও আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলো তখনও যথেষ্ট উন্নয়ন হয়েছে। যা অন্য কোনো সরকার করেনি। জনগণ আমাদের উন্নয়নে ভরসা রেখেছে বলেই আমরা বার বার ক্ষমতায় এসেছি।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়