বাড্ডায় বিষপানে মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:১০, সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ২০ ভাদ্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকার জামিয়াতুল বালাক মাদরাসায় বিষপানে রিফাত হোসেন (১৭) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে। 

পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকল পৌনে দশটায় তাকে মৃত ঘোষণা করেন।

রিফাত হোসেনকে হাসপাতালে নিয়ে আসা শাকিল জানান, রিফাত মাদরাসার হেফজখানার ছাত্র ছিল। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম। সে তার বাবা মো. আব্দুল মান্নানের পকেট থেকে টাকা নিয়ে গেলে বাবা রাগারাগি করে তাকে মাদরাসায় দিয়ে যায়। পরে বাবার উপর অভিমান করে সে বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানাকে জানানো হয়েছে।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়