প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপিনেতা চাঁদ কারাগারে

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:৪৫, সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ২০ ভাদ্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জে দায়েরকৃত মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মামলা গ্রহণকারী ১ নং আদালতের বিচারক রাশিদুল আমিনের আদালতে চাঁদকে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন। এরপর তাকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট)  দেখিয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

গত ২৪ মে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু এই মামলাটি করেন। আগামীকাল মঙ্গলবার জামিন শুনানি হবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, মানহানি ও ষড়যন্ত্রের অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে প্রধান আসামিসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।

মামলার এজাহারে গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ জেলার পুঠিয়া এলাকায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে বক্তব্য দেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির জন্য তা মর্যাদাহানিকর এবং বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ বলে অভিযোগ আনা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনকারী কোর্ট উপপরিদর্শক অজিত কুমার সরকার জানান, আবু সাঈদ চাঁদকে আদালতে হাজিরের পর বিচারকের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়।

আসামিপক্ষের আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন জানান, আগামীকাল আসামির পক্ষে জামিন আবেদন করা হবে।

দিনবদলবিডি/এমআর

সর্বশেষ

পাঠকপ্রিয়