পান্ডা মার্টকে ৪ লাখ টাকা জরিমানা
নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
হক পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে গুলশানে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় গুলশান-২ নম্বরের পান্ডা মার্টের স্টোর হাউজ, ডেলিভারি আউটলেটে অভিযান পরিচালনা করে ৪ লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত অভিযানে তাদের খাদ্যপণ্যে অসংগতি পেয়ে এ জরিমানা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত ছিদ্দিকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত ছিদ্দিকা বলেন, খাদ্যপণ্যের মেয়াদ না থাকায়, অস্বাস্থ্যকর পরিবেশ এবং আমদানি করা পণ্যের অসম্পূর্ণ তথ্যসহ বিভিন্ন বিভিন্ন কারণে পান্ডা মার্টকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আজ গুলশান, বনানী এলাকার রেস্টুরেন্টসহ অন্যান্য প্রতিষ্ঠানের খাদ্যের মান যাচাই করতে অভিযান পরিচালিত হবে।
দিনবদলবিডি/Jannat