নিরাপদে ঢাকায় পৌঁছেছে সেই বিমান

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:৪৭, মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৪ শ্রাবণ ১৪২৯
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকায় পৌঁছানোর যাত্রীরা অভিযোগ, প্রায় ৫ ঘণ্টা বিমানটি রানওয়েতে আটকে ছিল। কিন্তু…

গতকাল (সোমবার, ১৮ জুলাই) স্থানীয় সময় রাত ১২টা ৩৬ মিনিটে ফ্লাইটটি কলকাতা ছাড়ে। ২৮ মিনিট আকাশে ওড়ার পর রাত ১টা ৩৪ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করে।

বিমানে থাকা সব যাত্রী সুস্থ আছেন বলে জানা গেছে।

এর আগে, সোমবার রাত ৮টা ৩৫ মিনিটে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৩৯৬ ফ্লাইটটির ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের সময় সেটি যান্ত্রিক ত্রুটিতে পড়ে।

ঢাকায় পৌঁছানোর যাত্রীরা অভিযোগ, প্রায় ৫ ঘণ্টা বিমানটি রানওয়েতে আটকে ছিল। কিন্তু এ সময় ছিল না এসি কিংবা পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা। ফলে ফ্লাইটের ভেতরেই অসুস্থ হয়ে পড়েন অনেক যাত্রী। কিন্তু কেউ তাদের কোনো খোঁজ নেয়নি।

এ ঘটনায় বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়