রাজধানীতে অজ্ঞাত ২ জনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:৫৮, বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ২২ ভাদ্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

রাজধানীর পৃথক স্থানে ফুটপাত থেকে অজ্ঞাত দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার দুপুর আড়াইটা ও সাড়ে ৩টার দিকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) অনিল চন্দ্র রায় বলেন, খবর পেয়ে নটরডেম কলেজের সামনের ফুটপাত থেকে একব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, নিহত ব্যক্তির নামপরিচয় জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

অন্যদিকে, মতিঝিল থানার কমলাপুর ৬ রেলগেটের বিপরীত সাইডের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র রায় বলেন, খবর পেয়ে কমলাপুর ৬ নম্বর রেলগেটের বিপরীত পাশের ফুটপাত থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, নিহত ব্যক্তির নামপরিচয় জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়