এক-দেড় মাসের মধ্যে কারাগারে যেতে হবে, শঙ্কা মির্জা ফখরুলের
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
আগামী এক-দেড় মাসের মধ্যে কারাগারে যেতে হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান রচিত ‘নব্বইয়ের গণঅভ্যুত্থান ও কিছু কথা’ নামক বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘জহির উদ্দিন স্বপন তার বক্তব্যে ৯০-এর গণঅভ্যুত্থান-দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্বকে সামনে এনেছেন। একটা গণতান্ত্রিক আন্দোলনের পরিবর্তনের যে সূচনা সামনে এনেছে। আমার মনে হয়েছে নতুন ধারণা ৯০-এর গণঅভ্যুত্থানের পরিবর্তন এনেছে। যেটা আজকের দিনের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক। সেটা হচ্ছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।’
মির্জা ফখরুল বলেন, ‘সেইদিন বিচারপতি সাহাবুদ্দিনের অধীনে নির্বাচন হয়েছে। উপদেষ্টামণ্ডলীদের নিয়ে নির্বাচন পরিচালনা করেছেন সেটা ছিল বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ নতুন ধারণা। এর আগে সামরিক অভ্যুত্থান হয়েছে, সেনাবাহিনী ক্ষমতা নিয়েছে। প্রথমবার অসমারিক-বেসামরিক নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের পরিচালনায় নির্বাচন হয়েছে। সবচেয়ে ভালো নির্বাচন হয়েছিল ‘৯১-এর নির্বাচন।’
তিনি বলেন, ‘ওই ধারণা থেকেই কেয়ারটেকার গভর্মেন্টের ধারণা উঠে এসেছে। সেই ধারণা থেকে আমরা বাংলাদেশের মানুষ একই জিনিস চাই। প্রায় ৩০ বছর পরে একই কথা বলতে হচ্ছে। নির্বাচন তো আমরা চাই, নির্বাচন ছাড়া তো পরিবর্তনের কোনো উপায় নেই- এটা আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের অভিজ্ঞতা অনুসারে আমরা দেখছি, দলীয় সরকারের অধীনে হলে তা নিরপেক্ষ হয় না, বিশেষ করে সরকারের যদি আওয়ামী লীগ থাকে তাহলে তো কখনোই নিরপেক্ষ হয় না।’
দিনবদলবিডি/Rakib