ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরানকে অপসারণের প্রক্রিয়া শুরু

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২৫, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩, ২৩ ভাদ্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

 দায়িত্বপ্রাপ্ত একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল  সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হলে অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিতে হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান অনুমতি ছাড়া  কথা  বলা, যা  শৃঙ্খলার ভঙ্গের মধ্যে পড়ে। তাই এমরানকে অপসারণ সুপারিশ করে ফাইল প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে সই করতে অস্বীকৃতির কথা গণমাধ্যমে জানানো এবং তিনি বিচারিক হয়রানির শিকার হচ্ছেন বলে মন্তব্য করার জেরে সরকারের আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়াকে অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয় এমরান আহমেদের অপসারণ সুপারিশ করে ফাইল প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে বলে জানা গেছে।

এরপর অনুমোদনের জন্য ফাইলটি মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে এবং রাষ্ট্রপতির অনুমোদন হলেই এমরান আহমেদ ভূঁইয়াকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অপসারণ করা হবে।

এর আগে অ্যাটর্নি জেনারেলের অনুমতি ছাড়া কথা বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি দেখবো বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী আরও বলেন, তিনি অ্যাটর্নি জেনারেল অফিসের একজন দায়িত্বপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তিনি যদি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তবে হয় তাকে পদত্যাগ করে কথা বলতে হবে, অথবা তাকে অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিয়ে কথা বলতে হবে।

তিনি আরও বলেন, তিনি এমনটা করেননি। তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়