২ দিনেই ২০ হাজার কোটি ডলার হারাল অ্যাপল

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:৩২, শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ২৪ ভাদ্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

২ দিনেই ২০ হাজার কোটি ডশেয়ারবাজারে ২০ হাজার কোটি ডলার বাজারমূল্য হারিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। চীনের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাপলের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার পরেই এ ঘটনা ঘটে।লার হারাল অ্যাপল

শুক্রবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বিবিসি।

ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানায়, সর্বশেষ দুদিনে শেয়ারবাজারে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির বাজারমূল্য কমেছে ছয় শতাংশ পর্যন্ত। অঙ্কের হিসাবে এর পরিমাণ প্রায় ২০ হাজার কোটি ডলার।

প্রযুক্তি কোম্পানিটির তৃতীয় বৃহত্তম বাজার হলো চীন। গত বছর অ্যাপলের মোট আয়ের ১৮ শতাংশই এসছে চীন থেকে। এছাড়া মার্কিন প্রযুক্তি জায়ান্টটির বেশির ভাগ পণ্য দেশটি থেকে সরবরাহ হয়।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার জানিয়েছিল, সরকারি কর্মকর্তাদেরকে অফিসে আইফোন না আনতে এবং তা কাজে ব্যবহার না করার নির্দেশ দিয়েছে বেইজিং। পরেরদিন ব্লুমবার্গ জানিয়েছিল, এই নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় কোম্পানি ও সরকার সমর্থিত সংস্থাগুলোর কর্মকর্তাদের ওপরেও কার্যকর হবে।

আগামী ১২ সেপ্টেম্বর আইফোন সিরিজের ১৫ মডেলের উদ্বোধন করা হবে। এর আগেই চীনের নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হলো। বিষয়টি নিয়ে চীনা কর্তৃপক্ষের বক্তব্য চাওয়া হলেও তারা সংবাদমাধ্যমটির অনুরোধে কোনো সাড়া দেয়নি।

প্রযুক্তি খাতের তালিকাভুক্ত প্রথম কোম্পানি অ্যাপলের শেয়ারবাজারে মূলধন দুই দশমিক আট ট্রিলিয়ন ডলার, যা বিশ্বে সর্বোচ্চ। বিষয়টি নিয়ে অ্যাপল কর্তৃপক্ষও কোনো মন্তব্য করেনি।

দিনবদলবিডি/এমআর

সর্বশেষ

পাঠকপ্রিয়