এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
গভীর রাতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেটকার।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর এক সপ্তাহ যেতে না যেতেই এ দুর্ঘটনা ঘটলো।
জানা গেছে, ওই প্রাইভেটকারটিতে নারী ও শিশুসহ ৫ জন ছিল। তবে কেউ মারা যায়নি।
ভুক্তভোগী জানান, দ্রুত গতির একটি গাড়ি তাদের প্রাইভেটকারটিকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে নম্বর প্লেট রেখেই গাড়িটি বনানীর দিকে পালিয়ে যায়। এতে প্রাইভেটকারটির পেছনের দিকটা দুমড়ে-মুচড়ে যায়।
তবে শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে বনানী থানার ডিউটি অফিসার তামান্না এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি। তিনি জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
দিনবদলবিডি/এমআর