মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরলেন সাকিবও

স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:৪৭, রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ২৬ ভাদ্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

শ্রীলঙ্কারে বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরবেন মুশফিকুর রহিম। এমনটা আগেই জানা গিয়েছিল। পারিবারিক কারণে দেশে ফিরবেন তিনি। তবে তার সঙ্গে দেশে ফিরছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও। হঠাৎ করে তার ফেরায় কৌতুহল বেড়েছে ক্রিকেটপাড়ায়।

তবে সাকিব কেন ঢাকায় ফিরে এসেছেন, তার কারণ জানা যায়নি। এশিয়া কাপে বাংলাদেশ তাদের পরের ম্যাচটি ভারতের বিপক্ষে খেলবে ১৫ সেপ্টেম্বর। এর আগে ১৩ সেপ্টেম্বর সাকিব–মুশফিক দুজনেরই শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেয়ার কথা। তার আগে অন্তত পাঁচদিন সময় হাতে রয়েছে তাদের।

জানা গেছে, মুশফিকের স্ত্রী সন্তানসম্ভবা। এ সময়টাতে ডেলিভারির সম্ভাবনা রয়েছে। স্ত্রীর পাশে থাকতেই ঢাকা ফিরেছেন মুশফিক। আর সাকিবের এ সময়টাতে ঢাকায় কোনো কাজ রয়েছে হয়তো। যে কারণে তিনি ফিরে এলেন।

প্রসঙ্গত, এশিয়া কাপে আর একটা ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৫ সেপ্টেম্বর সাকিবদের প্রতিপক্ষ ভারত। যদিও বাংলাদেশের জন্য ম্যাচটা এখন নিছকই নিয়মরক্ষার। এশিয়া কাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম পর্বে দুটি, সুপার ফোরে দুটি। এই চার ম্যাচের মধ্যে প্রথম পর্বে এক আফগানিস্তানের বিপক্ষেই কেবল বলার মতো পারফরম্যান্স দেখাতে পেরেছে বাংলাদেশ। বাকি তিন ম্যাচেই অপ্রত্যাশিত ক্রিকেট খেলে হেরেছে বাংলাদেশ। আর এই তিন ম্যাচেই হারের বড় কারণ বাজে ব্যাটিং। বোলাররা তাদের কাজটা ঠিকঠাক মতো করলেও ব্যাটিং হচ্ছে যাচ্ছে-তা। অধিনায়ক সাকিব আল হাসান বললেন, গত ৬ মাস যাবতই ব্যাটিং খারাপ হচ্ছে বাংলাদেশের।

সাকিব বলেন, ‘দ্বিপাক্ষিক সিরিজে আমরা সব সময়ই ভালো খেলি। বলতে পারবেন না এসব সিরিজে আমরা কখনো খারাপ দল ছিলাম। আমাদের বড় পরীক্ষাগুলো হয় এ রকম বড় টুর্নামেন্টগুলোতে, যেখানে আমরা কখনোই আহামরি কিছু করি না। খেয়াল করলে দেখবেন, ২০০৭ বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতেছি, ২০১১–এর বিশ্বকাপে তিনটি জিতেছি, ২০১৫ বিশ্বকাপে তিনটি জিতেছি, ২০১৯ বিশ্বকাপেও তিনটি ম্যাচই জিতেছি। আমাদের ইতিহাস নেই বড় টুর্নামেন্টে ভালো করার। যদিও এশিয়া কাপে দু–তিনবার ফাইনাল খেলেছি, তবে জিতলে আরও ভালো হতো।’

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়