এবার চট্টগ্রামের ভক্তদের ধন্যবাদ দিলেন শাহরুখ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:২২, রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ২৬ ভাদ্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

এবার শাহরুখ ধন্যবাদ জানালেন, তার চট্টগ্রামের ভক্তদের। এক টুইটে বলিউডের এই অভিনেতা ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’র চট্টগ্রাম ভক্তদের উন্মাদনার কয়েকটি ছবি ও একটি ভিডিও পোস্ট করেন।

বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ মুক্তিতে বিশ্বজুড়ে যেন সিনেমার ঝড় বইছে। যার হাওয়া লেগেছে বাংলাদেশেও। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একই দিন (৭ সেপ্টেম্বর) ‘জওয়ান’ মুক্তি পেয়েছে বাংলাদেশেও। বলিউড বাদশাহ’র সিনেমাটি ঘিরে এদেশেও দেখা গেছে ভক্তদের উন্মাদনা।

যা ইতিমধ্যেই নজরে এসেছে স্বয়ং বলিউড বাদশাহ’র। আর ভক্তদের এই ভালোবাসার জবাবও তিনি দিয়েছেন টুইটে। তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। এবার শাহরুখ ধন্যবাদ জানালেন, তার চট্টগ্রামের ভক্তদের। এক টুইটে বলিউডের এই অভিনেতা ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’র চট্টগ্রাম ভক্তদের উন্মাদনার কয়েকটি ছবি ও একটি ভিডিও পোস্ট করেন।

জানা গেছে, ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ ফ্যান ক্লাব’ থেকে সিনেমা হল ভাড়া করে ‘জওয়ান’ দেখেছেন অনুরাগীরা। তারই অংশ হিসেবে সম্প্রতি চট্টগ্রামে তারা বিশেষ শোয়ের আয়োজন করেন। সেখান থেকেই কিছু স্থিরচিত্র সামাজিক মাধ্যমে প্রকাশ করে শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব।

চট্টগ্রামের শাহরুখ ভক্তরা একাধিকবার সিনেমাটি দেখেছে। হাতে শাহরুখ খানের পোস্টার নিয়ে র‌্যালিও করেছেন তারা। নিজের দেশের বাইরে ভক্তদের এমন ভালোবাসা দেখে আবেগী হয়ে উঠেছেন শাহরুখও।

এদিকে, বাংলাদেশে ‘জওয়ান’ আমদানি করেছে অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট। দেশের ৪৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রিয় তারকার সিনেমা দেখার জন্য ভক্তদের লম্বা লাইন তৈরি হয়েছে দেশের প্রেক্ষাগৃহগুলোতেও।

উল্লেখ্য, অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে। এতে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি। ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও আছেন সানিয়া মলহোত্রা, প্রিয়মণি, গিরিজা ওক, সঞ্জীতা ভট্টাচার্য, লেহের খান, আলিয়া কুরেশি, রিধি ডোগরা, সুনীল গ্রোভার, মুকেশ ছাবড়াসহ অনেকে।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়