বুড়িগঙ্গায় শিশু নিখোঁজ ও অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:২৮, মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৪ শ্রাবণ ১৪২৯
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সদরঘাট টার্মিনালে লঞ্চ থেকে নেমে পল্টুন পার হওয়ার সময় ফাঁকা জায়গা দিয়ে বুড়িগঙ্গা নদীতে পড়ে খাদিজা (৫) নামের এক শিশু নিখোঁজ হয়। একই দিন গতকাল সোমবার পোস্তগোলা ব্রিজের পাশে সেনাবাহিনীর ভেসেল ঘাট বরাবর মাঝ নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৮) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

সদরঘাট টার্মিনালে লঞ্চ থেকে নেমে পল্টুন পার হওয়ার সময় ফাঁকা জায়গা দিয়ে বুড়িগঙ্গা নদীতে পড়ে খাদিজা (৫) নামের এক শিশু নিখোঁজ হয়। একই দিন গতকাল সোমবার পোস্তগোলা ব্রিজের পাশে সেনাবাহিনীর ভেসেল ঘাট বরাবর মাঝ নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৮) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

নিখোঁজ খাদিজা ভোলার চরফ্যাশন থানার শিবারহাট গ্রামের রিপন মিয়ার মেয়ে। সে মা-বাবার সঙ্গে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিল।

এদিকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় যুবকের পরনে ছিল চেক শার্ট ও কালো জিন্সের প্যান্ট। তবে লাশটি ছয়-সাত দিন আগের হওয়ায় আঘাতের চিহ্ন দেখা যায়নি।

সদরঘাট নৌ পুলিশের ইনচার্জ শফিকুর রহমান খান জানান, সকালে পল্টুনের মাঝখান দিয়ে একটি বাচ্চা নদীতে পড়ে যাওয়ার ঘটনার খবর পাওয়ার পর পরই ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও নৌ পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা শুরু করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাচ্চাটির কোনো হদিস পাওয়া যায়নি।

এ ছাড়া সকালে হাসনাবাদ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটির ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়