নিউজিল্যান্ড সিরিজে পরিবর্তন আসছে বাংলাদেশ দলে!

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৪০, রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ২৬ ভাদ্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

এশিয়া কাপে সুপার ফোরে প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ। তবে বিশ্বকাপের আগে ওয়ানডে ফরম্যাটে টাইগারদের এমন পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবারের মত নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাবার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ দল। এই সিরিজে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি ক্রিকেটারদের বিশ্রামের কথাও ভাবছে বিসিবি। শ্রীলঙ্কার কাছে হারের পর সাকিব বলেন, 'বিশ্বকাপ দলে যাদের জায়গা নিশ্চিত তারা নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকতে পারেন।'

বিসিবি সভাপতিও সাকিবের সুরে মিল রেখে কথা বলেছেন। তিনি বলেন, 'নিউজিল্যান্ড সিরিজে বর্তমান দলের অনেকেই খেলবে না।'  

নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্রামে পেতে পারেন সাকিব, মুশফিক এবং মিরাজ। কিউইদের বিপক্ষে দলে ফেরার সম্ভাবনা রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেক হোসেন সৈকতের। বিসিবি সভাপতিও সেই ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছেন।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়