পুণ্যের আশায় বন্ধুকে খুন!
নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় কবিরাজ আলামিন শেখ হত্যা মামলায় তারই বন্ধু প্রধান আসামি হাফিজ মাস্টারকে গ্রেপ্তার করেছে পিবিআই। গ্রেপ্তারের পর হাফিজ মাস্টার জানিয়েছেন, তিনি পুণ্যের আশায় তার বন্ধুকে হত্যা করেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সাইনবোর্ড এলাকায় পিবিআইয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এর আগে রোববার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ফতুল্লার নয়ামাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও মোবাইল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে হাফিজ জানান নিহত কবিরাজ আলামিন তার পূর্ব পরিচিত এবং দুইজনই বন্ধু। একসাথে তারা একটি লাইটার জাহাজে কর্মরত ছিলেন। হাফিজের ধারণা আলামিনের কবিরাজি ঝাড় ফুকে মানুষ ক্ষতিগ্রস্ত ও প্রতারণার শিকার হচ্ছে। এ পথ থেকে তাকে ফিরিয়ে আনতে কয়েক বার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তাই আদর্শগত দিক থেকে তিনি পুণ্যের আশায় আলামিনকে হত্যার পরিকল্পনা করেন। গত ৮ সেপ্টেম্বর রাতে ঘুমের মধ্যে তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যান।
দিনবদলবিডি/Jannat