মরক্কোর জন্য ভেঙে পড়েছেন নোরা, করছেন প্রার্থনা
বিনোদন ডেস্ক || দিন বদল বাংলাদেশ
মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে গ্রামের পর গ্রাম প্রায় নিশ্চিহ্ন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮০০ জনে। স্বজনহারা কান্নাই এখন মরক্কোর একমাত্র সঙ্গী। চলছে ধ্বংস্তূপ থেকে উদ্ধারের কাজ। দেশটিতে গ্রাস করে ফেলেছে দুঃস্বপ্নের অন্ধকারে। জন্মভূমির এমন ভয়াবহ পরিস্থিতি দেখে মুম্বাইয়ে বসে চোখের পানি ফেলছেন মরোক্কান সুন্দরী বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি।
দেশের মানুষের জন্য প্রার্থনা করছেন জানিয়ে এক ইনস্টাগ্রাম স্টোরিতে শোকাহত এই অভিনেত্রী লিখেছেন, ‘মরক্কোয় ভূমিকম্পের খবর শুনে ভেঙে পড়েছি। কত শহর ছারখার হয়ে গেছে। কত মানুষের প্রাণ গেছে। মরক্কোর মানুষের কথা ভেবে আমার হৃদয় ভারাক্রান্ত। সবাই সুরক্ষিত থাকুক, এটাই প্রার্থনা করছি। খুব ভয়ানক পরিস্থিতি। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবার, বন্ধুবান্ধব-স্বজনরা সবাই সুরক্ষিত রয়েছেন। যারা কাছের মানুষকে হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল।’ সেই সঙ্গে প্রার্থনার ইমোজি জুড়ে দিয়ে নোরা আরও লিখেছেন, ইয়া রব রক্ষা করো।
দিনবদলবিডি/Jannat