মজুদদারদের কারসাজিতে খাবার স্যালাইন'র কৃত্রিম সংকট!

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:২০, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ২৮ ভাদ্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

মারাত্মক পানি শূন্যতায় ভুগতে হয় ডেঙ্গুরোগীদের। এ সময় তাদের শরীরে প্রচুর তরল গ্রহণের দরকার হওয়ায় জরুরী ভিত্তিতে খাবার স্যালাইন খাওয়ার প্রয়োজন হয়। আর এই সুযোগটিকেই কাজে লাগায় অবৈধ মজুদদাররা। তারা কৃত্রিম সংকট তৈরি করার ফলে ভোক্তা পর্যায়ে দাম বেড়ে যায়।  

 

গরম ও ডেঙ্গুকে পূঁজি করে সারা দেশে অস্বাভাবিক হারে বেড়েছে খাবার স্যালাইনের দাম। কোথাও কোথাও তীব্র সংকট থাকায় টাকা দিয়েও মিলছে না স্যালাইন, যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, স্যালাইনের সংকট নেই। এক শ্রেণীর অসাধু মজুদদারদের কারসাজিতে কৃত্রিম সংকট তৈরী হয়েছে। চাহিদা বৃদ্ধি পাওয়ার সুযোগে তারা খাবার স্যালাইনের মূল্য বাড়িয়ে দিয়েছে।

সূত্র মতে, ঢাকার আশেপাশের কয়েকটি জেলায় ৫/৬ টাকা দামের খাবার স্যালাইন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। এমনকি কেউ কেউ বাড়তি দাম দিয়েও পাচ্ছেন না খাবার স্যালাইন। এ অবস্থায় চরম বিপাকে পড়তে হচ্ছে ডেঙ্গু রোগীদের। কারণ এ সময় পানি শূন্যতায় রোগীদের শরীরে প্রচুর তরল গ্রহণের প্রয়োজন হয়। আর এই সুযোগটিকেই কাজে লাগায় অবৈধ মজুদদাররা।

এছাড়া কিছু কিছু গণমাধ্যম খাবার স্যালাইনের মজুদ ও সরবরাহের সঠিক তথ্য না জেনেই নেতিবাচকভাবে সংবাদ পরিবেশন করায় খুচরা ব্যবসায়ীরাও ইচ্ছে করেই বাজারে না ছেড়ে পরবর্তীতে বেশি লাভের আশায় মজুত করতে শুরু করে। ফলে ভোক্তা পর্যায়ে দাম আরো বেড়ে যায়।

দেশের অন্যতম খাবার স্যালাইন প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসএমসি জানায়, তাদের কাছে পর্যাপ্ত স্যালাইন রয়েছে এবং চাহিদা অনুযায়ী বাজারে সরবরাহও করা হচ্ছে। এসএমসি ছাড়াও দেশে একাধিক ওষুধ কোম্পানি খাবার স্যালাইন উৎপাদন করে। কাজেই প্রকৃত অর্থে দেশে খাবার স্যালাইনের ঘাটতি নেই বরং উদ্বৃত্ত রয়েছে।

উল্লেখ্য, খাবার স্যালাইন'র কৃত্রিম সংকটের খবরে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে বেশ কয়েকজন মজুদকারীকে আটক করেছেন আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদের কারও কারও কাছ থেকে ৫০০ কার্টনের বেশি খাবার স্যালাইন'র মজুদ পাওয়া যায়। জব্দকৃত স্যালাইন বিভিন্ন হাসপাতাল ও ফার্মেসিতে সরবরাহ করা হয়েছে।

দিনবদলবিডি/Rakib

সর্বশেষ

পাঠকপ্রিয়