৯ বছরের শিশুকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার
নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
রাজধানীর আদাবর থানাধীন ঢাকা উদ্যান এলাকায় ৯ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ইউসুফ ফরাজীকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে ঢাকা কেরানীগঞ্জ থানাধীন ঘাটারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি পটুয়াখালী সদরের আজিজ ফরাজীর ছেলে ইউসুফ ফরাজী।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম জানান, গত ১৫ জুন রাজধানীর আদাবর থানাধীন ঢাকা উদ্যান এলাকা থেকে দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ৯ বছরের একটি মেয়ে শিশুকে রাস্তায় একা পেয়ে সিএনজিতে তুলে নিয়ে আদাবর থানাধীন নবোদয়ের ঢাল লেগুনা স্ট্যান্ড সংলগ্ন একটি রুমে আটকে রেখে ধর্ষণ করে।
ভুক্তভোগী শিশুটির পরিবার অনেক খোঁজাখুঁজি করে ঘটনার প্রায় দুই ঘণ্টা পর শিশুটিকে নবোদয় হাউজিং এলাকায় রাস্তায় রক্তাক্ত অবস্থায় হাঁটতে দেখে তার পরিবার তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যায়।
অবস্থার অবনতি হলে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ভিকটিমের বাবা নিজে বাদী হয়ে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে আদাবর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন ও দমন আইনে মামলা দায়ের করেন।
তদন্তে জানা যায়, সিএনজি চালক সেলিম (৩৮) ঘটনায় জড়িত থাকায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। তিনি ১৬৪ ধারায় তার দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, ভিকটিম শিশু ধর্ষণের প্রধান পরিকল্পনাকারী ইউসুফ ফরাজী।
ঘটনার পর থেকে পলাতক ইউসুফ ফরাজি রাজধানীর বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে। গতরাতে তাকে কেরানীগঞ্জ থানাধীন ঘাটারচর এলাকা থেকে প্রধান পলাতক আসামি ইউসুফ ফরাজীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দিনবদলবিডি/Jannat