জৈব জ্বালানি নিয়ে বৈশ্বিক জোটে বাংলাদেশ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:২৫, বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ২৯ ভাদ্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

জৈব জ্বালানির এই জোট শক্তিশালী হলে ডিজেল-প্রেট্রোলের ওপর নির্ভরতা কমার পাশাপাশি পরিবেশও হবে দূষণমুক্ত। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও জৈব জ্বালানির ব্যবহার সুফল বয়ে আনবে। 

আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল জৈব জ্বালানির বৈশ্বিক জোট গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স (জিবিএ)। গত ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের মঞ্চে নতুন এই জোটের ঘোষণা আসে। এটি যুক্তরাষ্ট্র ও ভারতের নেতৃত্বাধীন জোট।

ভারতের প্রস্তাবে এই জোটের সদস্য হয় বাংলাদেশ। এই জোটে যুক্ত হওয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোনো জোটের সদস্য হলো বাংলাদেশ। এর ফলে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের ঘনিষ্ঠতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, কার্বন নির্গমনের শূন্য লক্ষ্যমাত্রা পূরণে এই জোটটি উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য থেকে প্রাপ্ত জৈব জ্বালানির ব্যবহার ত্বরান্বিত করবে। এ ছাড়া জৈব জ্বালানির ব্যবহার রপ্ত করতে সদস্যদেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কাজ করবে।

প্রাথমিকভাবে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ছাড়াও এই জোটে আছে ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি, মরিশাস, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত। এর বাইরে কানাডা ও সিঙ্গাপুর আছে পর্যবেক্ষক সদস্য হিসেবে।

জোট নেতারা জানান, শস্য, গুড়, পুরোনো নিউজ পেপার, তুষ, ভুট্টা গাছ, আখের ছোবরা, বাতিল সুতো-তুলো, ধানের খড়, গাছের ছাল, সবজির পরিত্যক্ত অংশ ও  কচুরিপানাকে ইথানলের কাঁচামাল হিসেবে ব্যবহার করা যাবে। ফলে,জ্বালানি তেলের দাম ও দূষণ রোধসহ জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে পারস্পরিক সহযোগিতা বাড়াবে।

বিশেষজ্ঞরা বলেছেন, জৈব জ্বালানির এই জোট শক্তিশালী হলে ডিজেল-প্রেট্রোলের ওপর নির্ভরতা কমার পাশাপাশি পরিবেশও হবে দূষণমুক্ত। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও জৈব জ্বালানির ব্যবহার সুফল বয়ে আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
 

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়