এলিভেটেড এক্সপ্রেসওয়ে: যা জানতে হবে

নিজস্ব প্রতিবেদন || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:৩৭, শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ১ আশ্বিন ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

'স্বপ্নেসংযোগে অগ্রযাত্রা’ এই  প্রতিপাদ্যনিয়ে ২ সেপ্টেম্বর যাত্রা  শুরুকরল  ঢাকাএলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটি একদিকে  যেমনউন্নয়নের অগ্রযাত্রায় আরেকটি মাইলফলক, তেমনি রাজধানীর সড়ক যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত।

যানজটএড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছতেই এলাভেটেড এক্সপ্রেসওয়ে।

তবেএই এক্সপ্রেসওয়ে নিয়ে জনমনে রয়েছে অসংখ্য প্রশ্ন যা চোখে পড়ছে সোশ্যাল মিডিয়ায় 

১: কি ধরণের গাড়ি উঠতে পারবে না? 

মোটরসাইকেলও থ্রি-হুইলার চলাচল করতে পারবে না। উঠতে পারবে না পথচারী, রিকশাসহতিন চাকার গাড়ি। অর্থাৎ, শুধুমাত্র চার চাকার গাড়ি চলাচল করতে পারবে।

 

প্রশ্ন-০২: দূরযাত্রার বাস/ট্রাক উঠতে পারবে কিনা? 

পারবে, তবে ভারী মালামালসহ ট্রাক উঠার ক্ষেত্রে বিভিন্ন পয়েন্টে কিছু নিষেধাজ্ঞা রয়েছে। যেমন- লাভরোড বিজয়সরণি দিয়ে কোন ট্রাক উঠতে পারবে না।

 

প্রশ্ন-০৩: টোল কিভাবে দিতে হবে? একবার উঠলেই পুরো টাকা দিতে হবে? 

সঠিক, আপনি যে পয়েন্টেই নামেননা কেন, একবার উঠলে আপনাকে পুরো টাকাই পরিশোধ করতে হবে।

 

প্রশ্ন-০৪: টোল কত করে দিতেহবে?  

এক্সপ্রেসওয়েতে চলাচল করতে হলে যানবাহনকে দিতে হবে টোল। টোল হার যানবাহনের শ্রেণিভেদে ভিন্ন।

শ্রেণি-১: কার, ট্যাক্সি, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, মাইক্রোবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাক (৩ টনের কম)—টোল ৮০ টাকা।

শ্রেণি-২: মাঝারি ট্রাক (৬ চাকা পর্যন্ত)—টোল ৩২০ টাকা।

শ্রেণি-৩: ট্রাক (৬চাকার বেশি)—টোল ৪০০ টাকা।

শ্রেণি-৪: সব ধরনেরবাস (১৬ সিট বাতার বেশি)—টোল ১৬০ টাকা।

 

প্রশ্ন-০৬: সর্বোচ্চ গতি কত হবে? বেশিহলে কি ব্যবস্থা নেওয়াহবে? 

 

সর্বোচ্চগতি হবে ৬০ কি.মি., এর বেশি হলে জরিমানা গুনতে হবে। সেক্ষেত্রে, এলিভেটেড কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনা থাকবে।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়