খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:১২, সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৩ আশ্বিন ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।

 রবিবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দীন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিকিৎসায় গঠিত চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক দীর্ঘদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রবিবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টায় কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

এর আগে রবিবার দিবাগত রাতে মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা ও সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনায় বৈঠকে বসেন।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়