দক্ষিণ আফ্রিকায় বাস-লরির সংঘর্ষ, ২০ খনি শ্রমিক নিহত

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:১৭, সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৩ আশ্বিন ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকায় বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ডি বিয়ার্স মাইনিং কোম্পানির অন্তত ২০ শ্রমিক নিহত হয়েছেন। রবিবার স্থানীয় কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। দেশটির উত্তরে লিম্পোপো প্রদেশের একজন পরিবহন কর্মকর্তা ভঙ্গানি চাউকে বলেছেন, দেশের অন্যতম বৃহত্তম হীরার খনি ভেনেটিয়া খনি থেকে কর্মীদের নিয়ে যাচ্ছিল বাসটি।

চাউকে এএফপিকে জানান, জিম্বাবুয়ের সীমান্তে মুসিয়ান গ্রামে খনি থেকে প্রায় ২৫ কিলোমিটার (১৫ মাইল) দূরত্বে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। দক্ষিণ আফ্রিকা মহাদেশের সবচেয়ে উন্নত সড়কগুলো দক্ষিণ আফ্রিকায় হলেও, দেশটিতে প্রায়ই বড় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
বতসোয়ানা এবং জিম্বাবুয়ের সীমান্তের কাছে অবস্থিত ভেনেশিয়া খনিটি ৩০ বছরেরও বেশি সময় ধরে ডি বিয়ার্স গ্রুপ দ্বারা পরিচালিত হয়েছে। প্রতি বছর দেশটির ৪০ শতাংশ হীরা আসে এই মাইন থেকে।

সেখানে স্থানীয় মানুষসহ প্রায় ৪ হাজার ৩০০ কর্মী কাজ করেন।
সূত্র: আল অ্যারাবিয়া

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়