এক দফা দাবিতে ১২ দিনের কর্মসূচি বিএনপির

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩৭, সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৩ আশ্বিন ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১২ দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। 

রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া বিএনপির এ কর্মসূচি চলবে ৩ অক্টোবর নাগাদ। মাঝে ২০ সেপ্টেম্বর, ২৪ সেপ্টেম্বর ও ২৮ সেপ্টেম্বর কোনো কর্মসূচি দেয়নি দলটি।

সমাবেশ, রোড মার্চ, দোয়া, পেশাজীবী সম্মেলনের মতো কর্মসূচিগুলো পালন করা হবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।

কোন দিন কী কর্মসূচি

১৯ সেপ্টেম্বর: ঢাকা জেলার কেরাণীগঞ্জ ও গাজীপুরের টঙ্গীতে সমাবেশ। এসব সমাবেশে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

২১ সেপ্টেম্বর: ভৈরব-ব্রাক্ষণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট পর্যন্ত রোড মার্চ

২২ সেপ্টেম্বর: ঢাকা মহাগরের যাত্রাবাড়ী ও উত্তরায় সমাবেশ

২২ সেপ্টেম্বর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাদ জুমা সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দোয়া

২৩ সেপ্টেম্বর: বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-পটুয়াখালী পর্যন্ত রোড মার্চ

২৫ সেপ্টেম্বর: ঢাকার নয়াবাজার ও আমিনবাজারে সমাবেশ

২৬ সেপ্টেম্বর: খুলনা বিভাগে রোড মার্চ

২৬ সেপ্টেম্বর: ঢাকায় পেশাজীবী কনভেনশন

২৭ সেপ্টেম্বর: ঢাকার গাবতলী ও নারায়ণগঞ্জের ফতুল্লায় জনসমাবেশ

২৯ সেপ্টেম্বর: ঢাকায় নারী সমাবেশ

৩০ সেপ্টেম্বর: ঢাকায় শ্রমজীবী কনভেনশন

১ অক্টোবর: ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত রোডমার্চ

২ অক্টোবর: ঢাকায় কৃষক সমাবেশ

৩ অক্টোবর: কুমিল্লা-ফেনী-মীরসরাই-চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ

দিনবদলবিডি/এমআর

সর্বশেষ

পাঠকপ্রিয়