ঈদে মিলাদুন্নবীতে আরব আমিরাতে ৩ দিনের ছুটি ঘোষণা

আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:৪০, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৪ আশ্বিন ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে ৩ দিনের সরকার ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর দেশটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। 

আরব আমিরাতে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি শনি ও রোববার।এর সঙ্গে শুক্রবার যোগ হয়েছে মিলাদুন্নবীর ছুটি। ফলে তারা টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

খবরে বলা হয়, দেশটির মন্ত্রিসভার এক বৈঠকে সরকারি এবং বেসরকারি কর্মীদের ক্ষেত্রে ৩ দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে। ফলে সারা দেশেই এ সময় উৎসবের আমেজ বিরাজ করবে।

এর আগে গত পবিত্র ঈদুল আজহায় ৬দিন এবং ঈদুল ফিতরে ৪দিন করে ছুটি পেয়েছিলেন আমিরাতের নাগরিকরা।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়