আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ
নরসিংদীর রায়পুরার নিলক্ষ্যা ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোখলেছ মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
নরসিংদীর রায়পুরার নিলক্ষ্যা ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোখলেছ মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে উভয় পক্ষের ছয় থেকে সাতজন। পরে পুলিশ ঘটনায় জড়িত তিনজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্থানীয় সুমেদ আলী ও শহীদ মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মোখলেছ উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের ঢেরাচর এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে এবং সুমেদ আলীর সমর্থক। তবে আহত সবার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নিলক্ষ্যা ইউনিয়নের সুমেদ আলী ও শহীদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগে দুটি গ্রুপ একাধিকবার সংঘর্ষে জাড়ায়। এতে হত্যাকাণ্ডসহ বাড়িঘর ভাঙচুর ও লুটের ঘটনা ঘটে। এর পর থেকে এলাকাছাড়া ছিল সুমেদ আলীর লোকজন। দেড় মাস আগে জামিনে মুক্ত হন তিনি।
মঙ্গলবার দুপুরে সুমেদ আলী বহিরাগত লোকদের সহযোগিতায় তার সমর্থকদের নিয়ে এলাকায় ওঠেন। পরে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দা, ছুরি, বল্লম, টেঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজনের বাড়িতে হামলা চালান। এ সময় শহীদ মেম্বারের লোকেরাও দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলা চালায়। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোখলেছ। সুমেদ আলীর পক্ষ হয়ে সংঘর্ষে অংশ নিয়ে গুরুতর আহত হয় বাঁশগাড়ী ইউপির সাবেক সদস্য আমির হোসেনসহ উভয় পক্ষের ছয় থেকে সাতজন। আহতদের উদ্ধার করে নরসিংদী ও ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ জানান, ঘটনায় জড়িত মূল হোতাদের ধরতে অভিযান চলছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
দিনবদলবিডি/এইচএআর