জাতিসংঘের 'সাগর-নদী রক্ষা' চুক্তিতে স্বাক্ষর বাংলাদেশের

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৪৫, শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

অধিক মাছ ধরা এবং অন্যান্য মানবিক কর্মকাণ্ডের কারণে ভঙ্গুর সামুদ্রিক পরিবেশের ক্ষতির হাত থেকে বিশ্বের মহাসাগর এবং নদীগুলোকে রক্ষায় মেরিন বায়োডাইভারসিটি অব এরিয়াজ বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন (বিবিএনজে) চুক্তিতে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ২০ সেপ্টেম্বর জেনারেল অ্যাসেম্বলি বিল্ডিংয়ের ট্রিটি ইভেন্ট এলাকার গ্রাউন্ড ফ্লোরে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি’র অধীনে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নতুন চুক্তি অনুযায়ী, বঙ্গোপসাগরের ২০০ নটিক্যাল মাইলের পর ভাসমান সম্পদ, যা ‘মেরিন জেনেটিক রিসোর্সেস’ নামে পরিচিত, তা অন্য কোনও দেশ বা কোম্পানি  আহরণ করলে সেটির একটি অংশ ওই অঞ্চলের মালিকানা যে দেশকে দিতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, গভীর সমুদ্র থেকে সম্পদ আহরণের মতো প্রযুক্তি নেই বাংলাদেশের। এই সুযোগে উন্নত দেশগুলো সমুদ্র সম্পদ আহরণ করে ব্যবসা করছে। নতুন চুক্তির ফলে ওই দেশগুলোকে লাভের একটা অংশ দিতে হবে বাংলাদেশকে, যা আগে দিতে হতো না। এটি শেখ হাসিনার সরকারের আরেকটি অর্জন বলেও মনে করেন তারা।

দিনবদলবিডি/Enam

সর্বশেষ

পাঠকপ্রিয়