‘ঈশ্বর মঙ্গল করুক’ সৌদির জাতীয় দিবসে ইসরায়েলের বার্তা
আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ
সৌদি আরবের ৯৩তম জাতীয় দিবসে অভিনন্দন জানিয়েছে ইসরায়েল। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিককরণের মধ্যে এ বার্তা দিলো তেল আবিব। খবর গালফ নিউজের।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ৯৩তম জাতীয় দিবসে আমরা সৌদি আরবের রাজা, সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এবং আশীর্বাদ বয়ে আনুক। শান্তি, সহযোগিতা ও ভালো প্রতিবেশির পরিবেশ কামনায়।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে (পূর্বে টুইটার) আরবি ভাষার অ্যাকাউন্টে এই বিবৃতি দেওয়া হয়। তবে সৌদির জাতীয় দিবসে ইসরায়েলের পক্ষ থেকে এটিই প্রথম অভিনন্দনবার্তা কিনা তা নিশ্চিত নয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি।
এর আগে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু বলেন, আমরা ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তির চূড়ান্তে রয়েছি।
প্রায় একই ভাষ্য পাওয়া যায় সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে। ফক্স নিউজকে তিনি বলেন, রিয়াদ ও তেল আবিব কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ‘কাছাকাছি’ রয়েছে।
দিনবদলবিডি/এমআর