তৃতীয় ওয়ানডেতে অধিনায়ক শান্ত, ফিরছেন যারা
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে আগামী মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে বিশ্রাম চেয়ে নিয়েছেন প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করা লিটন দাস। শেষ ম্যাচে অধিনায়ক হিসেবে ম্যাচে ফিরছেন নাজমুল হোসেন শান্ত।
এশিয়া কাপ চলাকালে চোটে পড়েছিলেন শান্ত। দুই ম্যাচ খেলেই দেশে ফিরতে হয়েছিল বাঁহাতি এই ব্যাটারকে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার ক্রিকেট মাঠে ফিরছেন শান্ত।
এদিকে, দ্বিতীয় ওয়ানডের পর পিঠে অস্বস্তির কথা জানিয়েছিলেন দীর্ঘদিন পর মাঠে ফেরা তামিম ইকবাল। তাই, শেষ ওয়ানডেতে খেলছেন না তিনিও। অন্যদিকে বিশ্রাম শেষে ফিরছেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
প্রসঙ্গত, মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয় ওয়ানডেতে কিউইদের বিপক্ষে ৮৬ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা। তাই তৃতীয় ওয়ানডেতে সিরিজ ড্র করার মিশন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
দিনবদলবিডি/Rabiul